মো: সোলায়মান, ঝালকাঠি থেকে:
কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত হয়ে পড়েছে ঝালকাঠির কামার পাড়া। কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলে কামারের দোকানের টুং-টাং শব্দ।
তৈরি হচ্ছে দা, বটি, ছুরি ও চাপাতি। অনেকে আবার গরু জবাই ও মাংস কাটতে পুরনো অস্ত্র মেরামতের জন্য ভিড় করছেন কামারদের দোকানে।
কেউ হাতুড়ি দিয়ে লোহা পেটাচ্ছে, কেউ হপার টানছে। কেউ দিচ্ছে ছুরি, চাপাতি ও বটিতে শান (ধার)। এভাবেই কাজের মধ্যে ব্যস্ত সময় পার করছে ঝালকাঠির কামাররা। কোরবানির ঈদকে সামনে রেখে দম ফেলার সময় পাচ্ছেন না তারা। ঝালকাঠির চার উপজেলার অর্ধশত স্থানে রয়েছে কামারদের দোকান। প্রায় দেড় শতাধিক পরিবার এই কামার শিল্পের সাথে জরিত।
আরও পড়ুন : ঝালকাঠিতে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
কোরবানির পশু জবাই ও মাংস কাটার জন্য অনেক আগে থেকেই দা, বটি, ছুরি ও চাপাতি তৈরির অর্ডার নিয়েছেন কামারেরা। মজুরি বেড়ে যাওয়ায় অনেকে পুরানো ছুরি ও চাপাতি দিয়ে কাজ চালাবেন। কামার শিল্পের সাথে জড়িতরা বলেন,এখন কোরবানির ঈদের জন্য রাত দিন কাজ চলছে। কোরবানির আগের দিন পর্যন্ত থাকবে ক্রেতাদের আনাগোনা।
খবরটি শেয়ার করুন