ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে উপজেলার নাঙ্গুলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত নারীর নাম ইতি আক্তার রনজু (৩০)। তিনি নলছিটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম নুরে আলম হাওলাদার এবং স্বামীর নাম মিরাজ মাঝি।
পুলিশ জানায়, রনজুর কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক), ১৯(ক) ও ৪১ ধারায় নলছিটি থানায় মামলা (মামলা নং-৯, জি.আর নং-৮১) দায়ের করা হয়েছে।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুস সালাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটক আসামিকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।”
পুলিশের এই অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
খবরটি শেয়ার করুন