বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) এর শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ০২ টি পদে মোট ২১৫০ জনকে নিয়োগ দেবে। উক্ত পদ গুলোতে নারী – পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি (BREB Job Circular 2025) বিস্তারিত দেওয়া হল।
পদের নাম: বিলিং সহকারী (অন-প্রবেশন)
পদসংখ্যা: ৬৯০ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ।
বেতন: ১৮,৩০০/- টাকা।
পদের নাম: মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার
পদসংখ্যা: ১৪৬০ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ।
বেতন: ১৪,৭০০/- টাকা।
আবেদন শুরুর সময়: ২০ মে ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে শুরু হবে।
আবেদনের শেষ সময়: ০২ জুন ২০২৫ তারিখ বিকাল ০৫:০০ টায় শেষ হবে।
আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে অনলাইনে http://brebhr.teletalk.com.bd ওয়েবসাইটের মাধমে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে।
Source: Online
Date of the Circular: 14-05-25
Last Date of Application: 02-06-25
Company Name : Bangladesh Rural Electrification Board (BREB)
Website : http://www.reb.gov.bd
চাকরির খবর, চাকরির খবর ২০২৫, চাকরির পত্রিকা আজকের, আজকের চাকরির খবর, আজকের bd govt jobs, all jobs bd newspaper, সাপতাহিক চাকরির খবর.com, সপ্তাহিক চাকরির খবর
খবরটি শেয়ার করুন