ঈদুল আজহার আগেই বাজারে আসছে নতুন নোট। এসব নোট থেকে বাদ পড়ছে শেখ মুজিবুর রহমানের ছবি। যুক্ত হবে জুলাই গ্রাফিতিসহ দেশের ঐতিহ্য। তবে বাজারে নোট আসার আগেই নতুন নোটসদৃশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল এসব ছবি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে অনেকে। বিশেষ করে, ২০ টাকার একটি নোটে দেখা গেছে কান্তজিউ মন্দিরের ছবি। যেটি আগে ষাটগম্বুজ মসজিদের ছবি ছিল। অনেকে অনেকেই মসজিদের পরিবর্তে মন্দিরের ছবি দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন।
কিছু কিছু নোটে দেখা যাচ্ছে তারেক রহমান, ড. ইউনূস, মাহফুজ আলমসহ অনেকের ছবি। যদিও এসব ‘মিম’ তথা মজার ছলে ছড়ানো হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন গণমাধ্যমকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব নোটের ছবি ছড়িয়ে পড়েছে, সেগুলো সত্য নয়। প্রকাশের আগে নোটের ডিজাইনের বিষয় খুব কঠোরভাবে গোপনীয়তা রক্ষা করা হয়। যখন বাজারে আসবে সবাই দেখতে পাবেন।
শনিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহার আগেই বাজারে নতুন তিন ধরনের টাকার নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। তবে এসব নোটে কোনো ব্যক্তির ছবি থাকবে না; এর পরিবর্তে প্রাকৃতিক দৃশ্য বা স্থাপনার ছবি থাকবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ঈদুল আজহার আগে বাজারে আসছে ২০, ৫০ ও ১০০০ টাকার নোট। নতুন নোটে কোনো ব্যক্তির ছবি থাকবে না। এখানে আমাদের প্রাকৃতিক দৃশ্য, আমাদের কিছু ঐতিহ্যবাহী ভবন, প্রাণী প্রভৃতির ছবি থাকবে।
টাকায় মসজিদ-মন্দির-প্যাগোডার মতো ধর্মীয় স্থাপনার ছবি থাকবে কি না, তা জানতে চান এক সাংবাদিক। এ প্রসঙ্গে গভর্নর বলেন, ‘ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ যেসব স্থাপনা রয়েছে সেগুলো থাকবে। সেটা মসজিদই হোক বা মন্দিরই হোক, সেখানে আমরা কোনো পার্থক্য দেখছি না।’
খবরটি শেয়ার করুন