ঝালকাঠির কাঠালিয়ায় কাচারী ঘর ভাংচুরে বাঁধা দেওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১ এপ্রিল) উপজেলার ১নং চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী গ্রামের জমাদ্দার বাড়ীতে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষক রবিউল ইসলাম (২৮) উপজেলা দক্ষিন চেঁচরী গ্রামের সাবেক স্কুল শিক্ষক মরহুম রেজাউল করিম জমাদ্দারের ছেলে ও বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত।
আহত শিক্ষক মো. রবিউল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) ভর্তি করা হয়েছে।
আহত স্কুল শিক্ষককের বড় ভাই দৈনিক নয়া দিগন্তের উপজেলা সংবাদদাতা মো.আমিনুল ইসলাম জানান, একই বাড়ীর ভুমি দস্যু ও সন্ত্রাসী এবং পতিত আওয়ামী ফ্যাসিষ্ট মনির হোসেন, সোহাগ ও শামীম জমাদ্দারের সাথে জমি নিয়ে বিরোধ চলছে তাদের। মঙ্গলবার দুপুরে তাদের কাচারী ঘর ভাংচুর করে, মনির ও তার ভাইরা। এসময় ভাংচুরের বাঁধা দেন এবং ভাংচুরের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করেন তারই ছোট ভাই স্কুল শিক্ষক রবিউল। এতে মনির ও তার ভাইরা ক্ষিপ্ত হয়ে দাও দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে শিক্ষক রবিউলকে ও তার ভিডিও ধারন করা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) কাঠালিয়া ভর্তি করা হয়েছে।
কুপিয়ে জখমের অভিযোগ অস্বীকার করে মনির হোসেন তার ভাই সোহাগ ও শামীম জানান, তাদের পাকের ঘরের পাশে রাস্তা দখল করে জোর করে ঘর নির্মাণ করে শিক্ষক রবিউল ও তার ভাই আমিনুল। ওই ঘর সরাতে গেলে এতে বাঁধা দেয় রবিউল এ নিয়ে তাদের মধ্যে তর্কবির্তক হয়।
কাঠালিয়া থানার ওসি মংচেনলা জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পায়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।