• May 15, 2025, 9:41 pm
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে । আগ্রহীরা যোগাযোগ করুন : মোবাইল: 01521403015 অথবা ইমেল করুন :  bangakhabor2024@gmail.com

ঝালকাঠিতে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ।। 16 জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
ঝালকাঠিতে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে সুগন্ধা নদী সংলগ্ন একটি খাল থেকে মো. মিজান (২২) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) সকালে শহরের কলেজ খেয়াঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মিজানের স্থায়ী ঠিকানা ভোলা সদর উপজেলার ধুনিয়া তুলাতলী গ্রামে। তিনি ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার কায়েদ বেকারি বাড়িতে ভাড়া থাকতেন। তার বাবার নাম জাহাঙ্গীর এবং মায়ের নাম রাবেয়া।

নিহতের বড় ভাই রাজু বলেন, রোববার রাতে মিজান কিছু টাকা চেয়েছিলেন পরিবারের কাছে। পরে তাকে ৫০০ টাকা দিলে সন্তুষ্ট না হয়ে অভিমান করে মিজান রাতেই বাসা থেকে বেরিয়ে যায় এবং আর ফেরেনি। সকালে স্থানীয় এক ব্যক্তি খবর দিলে আমি ঘটনাস্থলে গিয়ে ভাইয়ের মরদেহ শনাক্ত করি।

আরও পড়ুন : কাঠালিয়ায় বিএনপি’র মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক গ্রেফতার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।

ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল আল গালিব বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু হবে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

খবরটি শেয়ার করুন


এ ক্যাটাগরির আরও খবর

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (রাত ৯:৪১)
  • ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি
  • ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)