গাজার আকাশে মানুষ ভাসে
ইসরায়েলের ইহুদিরা হাসে
পৃথিবী দেখে অবাক বিস্ময়ে
নিষ্ঠুরতা, নৃশংসতা কাকে বলে?
মেঘের মতন মানুষ ভাসে
বোম্বিংয়ে বিস্ফোরিত হয়ে
ক্রন্দনরত শিশুরা ফরিয়াদ করে
এত জুলুম সইতে পারিনা খোদারে!
ধুলোর মত উড়ে যায় স্থাপনাগুলা
চোখের নিমিষেই রাফা,গাজা ফানা
মৃত্যুদূত আসে ড্রোনে ভর করে
জান্নাতি পাখিরা ডানা ঝাপটিয়ে উড়ে।
শুন হে বিশ্ববাসী
মুখ লুকাও যত খুশী
সময় আসবে মহা সমারোহে
মাহদী, ঈসার উপর ভর করে।
লেখকঃ মোঃ শফিকুল ইসলাম
গাজা, ফিলিস্তিন, ইসরায়েল, মানবিক বিপর্যয়, যুদ্ধ, শিশুর ক্রন্দন, ধ্বংস, আশা, মাহদী, ঈসা, ন্যায়ের প্রতিশোধ, বিশ্ব বিবেক, বিপ্লব, কবিতা, সমাজচেতনা,
খবরটি শেয়ার করুন